বিইউএফটি-তে সড়ক নিরাপত্তা সচেতনতা-বিষয়ক সেমিনার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) জনসংযোগ বিভাগ সোমবার 'সড়ক নিরাপত্তা সচেতনতা' বিষয়ক সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার মহাসচিব এসএম আজাদ হোসেন সড়ক নিরাপত্তার গুরুত্ব এবং ব্যবহারিক নির্দেশনা তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বোর্ডের সদস্য মশিউল আজম সজল। বিইউএফটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামাজিক কল্যাণে অবদানের প্রতিশ্রম্নতি পুনর্ব্যক্ত করেন। সেমিনারে জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি