আলোচনা সভায় জামায়াত আমির
আ'লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
এ দেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন করার নৈতিক অধিকার নেই।'
সোমবার দুপুরের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, '১৯৯৬ সালে তাদের (আওয়ামী লীগ) দলীয় প্রধান বলেছিলেন, কেউ যদি তাদের দলের একটা লাশ ফেলে, তাহলে তারা ১০টা লাশ ফেলবেন। এবার বলেননি কিন্তু করেছেন। জাতির ওপর রাগ মেটাতে নিরীহ মানুষকে হত্যার পর তাদের লাশ পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছেন। তারা নাকি আবার এ দেশে রাজনীতি ও নির্বাচন করতে চায়। যারা জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? তাদের কোনো নৈতিক অধিকার নেই।'
আওয়ামী লীগ দেশকে 'জাহান্নামে' পরিণত করেছিল মন্তব্য করে শফিকুর রহমান বলেন, 'সেই আওয়ামী লীগ এখন মাথা উঁচু করার চেষ্টা করে। ১৯৯৬ সালে অতীতের অপরাধের জন্য তারা হাতজোড় করে বিনা শর্তে মাফ চেয়ে বলেছিল, আমাদের একবার ক্ষমতায় আসার সুযোগ দিয়ে দেশপ্রেম প্রকাশের সুযোগ দিন। জনগণ তাদের সে সুযোগ দিয়েছিল, সেবার ক্ষমতায় এসে তারা কাঁড়ি কাঁড়ি লাশ ও রক্ত উপহার দিয়েছিল।'
তিনি বলেন, 'ফ্যাসিবাদবিরোধী জনতা কী চায় তা বুঝে রাজনীতি করতে হবে। আমরা যারা রাজনীতি করি, তাদের সবাইকে সাবধান হতে হবে। জাতীয় জীবনে সংকট ও স্বার্থের ব্যাপারে কোনো বিভক্তি হোক তা আমরা চাই না। মৌলিক সব বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে ফ্যাসিজমের জায়গা নেই।'
'আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই'
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী, বিএনপি ও অন্যান্য দল বিভিন্ন কথা না বলে যদি একটি কথায় আসতে পারি, যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে দেশটা পুনর্গঠিত হবে। তা নাহলে এই দেশটা নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে। এটা কখনই হতে দেওয়া যাবে না।'
মির্জা আব্বাস বলেন, 'বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি, দীর্ঘদিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে হাসিনাবিহীন বাংলাদেশ। এখন আমরা আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।'
সভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুলস্নাহ্ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত নিপীড়নে আহত ও নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।