পতিত স্বৈরশাসক দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে : সালাম

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিবিপস্নবের মাধ্যমে ছাত্রজনতার অর্জন বিনষ্ট করার পাঁয়তারা করছে। এসব ষড়যন্ত্র রুখতে হলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত 'তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে' এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের আন্দোলনের ফসল। এই সরকারকে ব্যর্থ করতে দেশ-বিদেশের চক্রান্ত অব্যাহত রয়েছে। এ সরকারের যারাই আছেন তাদের রাষ্ট্রপরিচালনার পূর্ব অভিজ্ঞতা নেই। এই সুযোগে বিভিন্ন কৃত্রিম ইসু্য সৃষ্টি করে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে। তাই যতদ্রম্নত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। অবস্থান কর্মসূচি অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ষড়যন্ত্র সফল হলে রাজধানী হতো দিলিস্ন। পালিয়ে যাওয়ার পরে আবারও দেশে প্রবেশের দুঃস্বপ্ন দেখছেন। জাগ্রত বাংলাদেশ'র সভাপতি ও দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সংবাদ বিজ্ঞপ্তি