শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ডিআইইউতে টেকসই জীবনযাপন ও সবুজ অর্থনীতির অগ্রগতির ওপর প্রি-কপ২৯ আলোচনা

  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
ডিআইইউতে টেকসই জীবনযাপন ও সবুজ অর্থনীতির অগ্রগতির ওপর প্রি-কপ২৯ আলোচনা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গেস্নাবাল ল থিঙ্কার্স সোসাইটির (জিএলটিএস) সহযোগিতায় 'প্রি-কপ২৯ গ্রম্নপ ডিসকাশন: অ্যাডভান্সিং সাসটেইনেবল লিভিং অ্যান্ড গ্রিন ইকোনমি ফর ক্লাইমেট অ্যাকশন' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজন করে। ইভেন্টটি ২৬ অক্টোবর ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২৪ সালের নভেম্বরে নির্ধারিত ২৯তম কনফারেন্স অফ দ্য পার্টিসের (ঈঙচ২৯) প্রস্তুতিতে বৈশ্বিক জলবায়ু কর্মকান্ডে বাংলাদেশের ভূমিকা এবং অবদান নিয়ে আলোচনা করার জন্য শিক্ষাবিদ, সুশীল সমাজ সংস্থা (ঈঝঙং), এনজিও, সরকারি কর্মকর্তা এবং অন্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এতে মূল বক্তব্য রাখেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ ডিভিশনের পরিচালক ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন। তিনি সবুজ অর্থনীতিতে বাংলাদেশের উদ্যোগের গুরুত্ব এবং জলবায়ু কর্মকান্ডে ডিআইইউর ভূমিকা শিক্ষামূলক কর্মসূচি, গবেষণা এবং টেকসই উদ্যোগের কথা তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জিএলটিএসের প্রেসিডেন্ট মিসেস রওমান স্মিতা, সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (ঈউউ) বাংলাদেশের সিনিয়র সমন্বয়ক সুবীর কুমার সাহা, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, কনজিউমার অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন, ইউএনআইডিওর জাতীয় বিশেষজ্ঞ এস.এম. আরাফাত, গেস্নাবাল ফোরাম ফর সাসটেইনেবল রুরাল ডেভেলপমেন্ট চেয়ারম্যান, কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ শরিফুর রহমান, ডিআইইউ'র ফ্যাকাল্টি অব গেস্নাবলি স্টাডিজের সহকারী অধ্যাপক খালিদ মো. বাহাউদ্দীন, মিসেস ফারহানা মাহমুদ, এনভারনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভসের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন চৌধুরী, রিবিল্ডিং বাংলাদেশের চেয়ারম্যান সাকিব আরিফিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে