নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক
প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
আইএসপিআর
বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যৌথ অভিযান চালিয়ে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় শনিবার ভোরে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান চালায়। অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মো. মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মো. রাসেলকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তলস্নাশি চালিয়ে একটি দেশীয় রিভলভার, ৫টি রাম-দা, ৩টি ক্রিজ, একটি ড্রেগার, ২টি বলস্নম, ৩টি দা, একটি চাবুক, একটি চাইনিজ হেমার এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশ নেন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে। আইএসপিআর