সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে আরও পাঁচ প্রসিকিউটর নিয়োগ ম যাযাদি রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটার কার্যালয় থেকে উপ-সলিসিটার সানা মো. মাহরুফ হোসাইন (জিপি-পিপি) স্বাক্ষরিত এ-সংক্রান্ত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল আইন, ১৯৭৩-এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া পাঁচজন প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম ও মো. নুরে এরশাদ সিদ্দিকী ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, শাইখ মাহদী, তারেক আবদুলস্নাহ, তানভীর হাসান জোহা (ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ) এই তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন। এর আগে ট্রাইবু্যনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। হিযবুত তাহ্‌রীরের দুই সদস্য গ্রেপ্তার ম যাযাদি রিপোর্ট নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌?রীরের দুই সদস্যকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। হিযবুত তাহ্‌?রীরের ওই দুই সদস্যের পরিচয় জানায়নি পুলিশ। তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর অধীনে হিযবুত তাহ্‌?রীরকে নিষিদ্ধ করা হয়। 'জননিরাপত্তার জন্য হুমকি' এবং 'দেশের আইনশৃঙ্খলাবিরোধী' হিসেবে চিহ্নিত করে তাদের সংগঠন ও কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়। দুই প্রাইভেটকারের মাঝে পড়ে বাইকার নিহত ম যাযাদি রিপোর্ট রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় চন্দ্রিমা উদ্যান ব্রিজের সামনের রাস্তায় দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে আব্দুর রহমান (৩৫) নামে এক বাইকার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে এক আরোহীকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান আদাবর শেখেরটেক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যান ব্রিজের পাশের সড়কে দুটি প্রাইভেটকারের মাঝে চাপা পড়ে বাইকার আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। বাইক আরোহী একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল ও একটি প্রাইভেটকারকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।