ইউএনএমপিকেআই কোর্সের সমাপনী

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
টঘওঞঊউ ঘঅঞওঙঘ গওখওঞঅজণ চঊঅঈঊ কঊঊচওঘএ ওঘঞঊখখওএঊঘঈঊ (টঘগচকও) কোর্স-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ওৎসধ ঠধহ উঁবৎবহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, 'বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে সহযোগী বন্ধুপ্রতীম দেশসমূহের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।' প্রধান অতিথি এই অনুশীলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিপসট এবং বাংলাদেশসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে বিপসট, রাজেন্দ্রপুর সেনানিবাসে এশিয়া প্যাসিফিক রিজিয়নের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহের জন্য ২০২৪ হতে ২০২৭ সাল পর্যন্ত সর্বমোট ৭টি বিষয়োক্ত কোর্স পরিচালিত হবে। উলেস্নখ্য, চরষড়ঃ কোর্স হিসেবে ঞৎধরহ :যব ঞৎধরহবৎ কোর্সটি গত ৬ অক্টোবর হতে ২৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, বিপসট, রাজেন্দ্রপুর সেনানিবাস ও স্বশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত উবভবহপব গরষরঃধৎু অঃঃধপযবগণ, ঊর্ধ্বতন আধাসামরিক, অসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর