পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক কার্যালয়ের আয়োজনে রেলে সেবা প্রদান প্রতিশ্রম্নতি বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী রেলওয়ে স্টেশনের হলরুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম।
সভায় আরও উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, পাকশী ও লালমনিরহাটের ডিআরএম, পাকশী এ লালমনিরহাটের ভিসিও ও ডিটিও, উপপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি, রাজশাহী বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শ্রমিকদল সদর দপ্তর ও ওপেনার শাখার প্রতিনিধি, বাংলাদেশ রেলওয়ে এমপস্নয়িজলীগের প্রতিনিধি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রতিনিধি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ডাক বিভাগ/রাজশাহীর প্রতিনিধি, পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির প্রতিনিধি, বিসিআইসির প্রতিনিধি, বিএডিসির প্রতিনিধি, রেলওয়ে ক্যাটারিং সার্ভিসের প্রতিনিধি, লিজ ট্রেনের প্রতিনিধি, কাঁচাবাজার সমিতির প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, গুডস ট্রেনের প্রতিনিধি (গার্ড)।