তিন ক্যাটাগরিতে গবেষণার স্বীকৃতি পেলেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকরা
প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
গবেষণার স্বীকৃতি পেলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরম্যাশন (ক্রিট)' আয়োজিত এক অনুষ্ঠানে দরিচার্স অ্যাওয়ার্ড, রিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং আউটস্ট্যান্ডিং রিচার্স অ্যাওয়ার্ড' শীর্ষক ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী সম্মানীত এবং গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ক্রিট পরিচালক ড. মোলস্না শাহাদাত হোসাইন লিপু।
অনুষ্ঠানে মোট তিনটি ক্যাটাগরি পাবলিকেশন অ্যাওয়ার্ড তথা রিসার্চ অ্যাওয়ার্ডে ১২টি, রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডে ১০টি এবং আউটস্ট্যান্ডিং রিসার্চ ক্যাটাগরিতে মোট ৭টি পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা হলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ড. মোলস্না শাহাদাত হোসাইন লিপু, ড. মুহাম্মদ আমিনুর রহমান, ড. মো. হাসান মারুফ, ড. আহমেদ আল মনসুর, এম এম নওশাদ আলী, মো. সোলাইমান মিয়া, ডিএম সাদুজ্জামান, সৌরভ বড়ুয়া, মো. শহীদুল ইসলাম, মো. কায়কোবাদ, মো. আবু রুম্মান রিফাত, হুমায়ন কবির রানা প্রমুখ। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত দুই শিক্ষক হলেন মো. ফখরুদ্দোজা বারী ও জিনাত সুলতানা।
অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় তৃতীয়বারের মতো স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ড. মোলস্না শাহাদাত হোসাইন লিপুকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি