বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে সপ্তম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় সফলভাবে শেষ হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল 'চৎড়সড়ঃরহম ঋষরমযঃ ঝধভবঃু নু ঊসনৎধপরহম ঞবপযহড়ষড়মরপধষ অফাধহপবসবহঃং' যা প্রযুক্তিগত উৎকর্র্ষতার মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তা সম্প্রসারণে আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি থেকে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন। তিনি তার বক্তৃতায় বাংলাদেশের সম্প্রতি সংগঠিত গণ-অভু্যত্থানে আত্মত্যাগকৃত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের সাহসিকতা বিমান বাহিনী সদস্যদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে আশা ব্যক্ত করেন।
সেমিনারে উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ছাড়াও বাহরাইন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, রাশিয়া, কাতার, মালদ্বীপ, চীন, কেনিয়া, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, এমআইএসটি এবং দেশের প্রধান বেসামরিক বিমান সংস্থার প্রতিনিধিরাও এ সেমিনারে অংশগ্রহণ করেন।
এর আগে ২১ অক্টোবর বাংলাদেশ নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। আইএসপিআর