শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে বন বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার হয়েছে।

বুধবার অভিযানের মাধ্যমে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জাধীন চন্দ্রা বিটের বনভূমি দুই শতাধিক নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।

সেনাবাহিনী, র?্যাব, বন বিভাগ ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মৌজায় এ অভিযান হয়। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে