ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
জেলেদের কষ্ট লাঘবে কাজ করছে সরকার মৎস্য উপদেষ্টা
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলেদের কষ্ট লাঘবে সরকার কাজ করছে।
ইকোফিশ-২ আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি'র সহযোগিতায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ পরিচালনা করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইকোফিশ-২ প্রকল্পের রেজাল্ট শেয়ারিং এবং ফেজ-আউট কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, 'ইলিশ আমাদের খুব বড় একটা সম্পদ। ইলিশের সঙ্গে অনেক জেলে ও জেলে পরিবার জড়িত আছেন। মা ইলিশকে রক্ষা করতে, জেলেদের রক্ষা করতে আমরা কাজ করছি। তবে আমার মনে হয় না, সেটা যথেষ্ট। ইলিশ ধরায় বর্তমানে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে, এই সময় যেন জেলেরা কষ্ট না পায়, তাদের যেন অভুক্ত থাকতে না হয়, সেটার জন্য সরকার চেষ্টা করছে। এই সাহায্যটা আরও বাড়ানো হবে।'
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ইকোফিশ-২ প্রকল্পের চিফ অব পার্টি ড. মোহাম্মদ মোকাররম হোসেইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিলস্নুর রহমান, ইউএসএআইডি বাংলাদেশ'র মিশন ডিরেক্টর রিডজে. অ্যাশলিম্যান, ওয়ার্ল্ডফিশের প্রোগ্রামস অ্যান্ড ইমপ্যাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর, ড. অ্যান এলিজাবেথ ফ্লেমিং ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. বিনয় কুমার বর্মণ।