সা ক্ষা ৎ কা র
অর্থনৈতিক সংকটের মূল কারণ সিন্ডিকেটভিত্তিক প্রভাব
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
বিশেষ সংবাদদাতা
অর্থনৈতিক সংকটের মূল কারণ রাজনৈতিক দুর্বলতা এবং সিন্ডিকেটভিত্তিক প্রভাব। এ বিষয়ে সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, দেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমানের সংকুচিত মুদ্রানীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :
যায়যায়দিন : ব্যবসা-বাণিজ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব কতটুকু?
আবদুল আউয়াল মিন্টু : বাংলাদেশে রাজনীতি ২০০৭ সাল থেকে এক ধরনের দুর্বৃত্তায়নের দিকে গেছে। এর ফলে ব্যবসায়ীদের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে, যারা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্কিত নয়, তারা ব্যবসা চালাতে ব্যর্থ হয়েছেন। রাজনৈতিক স্থিতিশীলতা ও সুস্থ নীতি না থাকলে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন।
যায়যায়দিন : মুদ্রানীতি সংকোচনে কী প্রভাব পড়ছে?
আবদুল আউয়াল মিন্টু :বেসরকারি খাতে মুদ্রানীতি সংকোচনের ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং কাঁচামালের অভাব তৈরি হচ্ছে। লেটার অব ক্রেডিট (এলসি) খোলার জটিলতার কারণে আমদানির ওপর নির্ভরশীল পণ্য উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে, যা সামগ্রিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এলসি না থাকলে উৎপাদন বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি এবং সুদের হার বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বাড়বে, যার ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। যায়যায়দিন : বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট কী ভূমিকা রাখছে?
আবদুল আউয়াল মিন্টু : দেশের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক সিন্ডিকেট, যা বিভিন্ন খাতে ছোট ছোট সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেটগুলোর প্রভাব বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। চাহিদা এবং সরবরাহের ভারসাম্য না থাকলে মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী। কিন্তু বাস্তবে সিন্ডিকেটগুলো পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে।
যায়যায়দিন : মুনাফার প্রশ্নে নৈতিকতার প্রয়োজন কতটুকু?
আবদুল আউয়াল মিন্টু : ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা নিয়ে যে প্রশ্ন তোলা হয়, তা নিয়ে আমি অসন্তুষ্ট। ব্যবসায়ের ক্ষেত্রে ধর্ম ও নৈতিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নৈতিকতা প্রযোজ্য নয়। ডাক্তার, শিক্ষকসহ অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রেও নৈতিকতার প্রয়োজন রয়েছে। ব্যবসায়ীদের শুধু ধরলেই দেশের সমস্যার সমাধান হবে না। বরং নীতিগত ও কাঠামোগত পরিবর্তন আনতে হবে, যাতে বিনিয়োগকারীরা উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ পান।
যায়যায়দিন : মূল্যবান সময় ব্যয় করে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আবদুল আউয়াল মিন্টু : আপনাকেও ধন্যবাদ। সেইসঙ্গে যায়যায়দিনের অগণিত পাঠককে আমার শুভেচ্ছা।