চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার-ঘোষিত মজুরি প্রদানের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটে বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনা-নেওয়া। এ ছাড়া ধর্মঘটের কারণে বেসরকারি ডিপো থেকে বুকিং অনুযায়ী উলেস্নখযোগ্য সংখ্যক রপ্তানি কন্টেইনার বন্দরে পৌঁছাতে না পারায় কলম্বোগামী কন্টেইনার জাহাজ এইচআরআরআই ছেড়ে যায়নি।
সোমবার সকাল থেকে মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের মালিকানাধীন প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র, সরকার ঘোষিত মজুরিসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তাদের ধর্মঘটে গাড়ি বন্ধ রাখতে দেখা গেছে শ্রমিকদের। এরপর বিকাল ৫টার পর থেকে ধর্মঘট স্থগিত করা হয়।
ধর্মঘটের কারণে ট্রেইলার মুভার চলাচল না করায় চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি আইসিডিগুলোতে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার নেওয়া এবং আইসিডিগুলো থেকে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার বন্দরে আনা বন্ধ হয়ে যায়। এতে জাহাজ থেকে নামানো কন্টেইনার ইয়ার্ডে আটকা পড়ে যায়, অপরদিকে রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার জাহাজীকরণ সম্ভব হয় না।