শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

যাযাদি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল। মঙ্গলবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেন।

দুপক্ষের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে দলটি। এসময় তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জাতিসংঘ প্রতিনিধিদল জানতে চান। জামায়াত আমির সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

সাক্ষাৎকালে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুলস্নাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।

নির্বাচনী ব্যবস্থার

সংস্কারে মতামত

আহ্বান

ম যাযাদি ডেস্ক

সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য কমিশন সুনির্দিষ্ট পরামর্শ চেয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মতামত চেয়ে অনুরোধ জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অক্টোবর অন্তর্র্বর্তী সরকার 'নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন' গঠন করে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত

ও প্রস্তাব জানতে আগ্রহী।

এ প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মতামত পাঠানোর ঠিকানা: ইমেইল: ভববফনধপশ@বৎপ.বপং.মড়া.নফ ওয়েবসাইট: যঃঃঢ়ং://বৎপ.বপং.মড়া.নফ ফেসবুক পেজ: িি.িভধপবনড়ড়শ.পড়স/বৎপনফ২০২৪

নিজ বাসার বারান্দা

থেকে পড়ে এক

ব্যক্তির মৃতু্য

ম যাযাদি ডেস্ক

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনের ছয় তলার বারান্দা থেকে পড়ে মো. তাজ উদ্দিন (৫৭) নামের এক ব্যক্তির মৃতু্য হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তাজ উদ্দিনের ভাই মো. জামিল উদ্দিন বলেন, আমাদের নিজ বাসার বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় আমার ভাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে