আইআইইউসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম নয় :ইআবি ভাইস চ্যান্সেলর
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এবং কর্মদক্ষতার ক্ষেত্রে যে ভূমিকা রাখছে, তা সন্তোষজনক। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা ও গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে, তারা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম নয়। তবে সময়কে যথাযথভাবে ব্যবহার করে নৈতিকতা শিক্ষাকে কাজে লাগাতে হবে। আর শিক্ষার্থীদের প্রমাণ করতে হবে এই বিশ্ববিদ্যালয় শুধু ইসলাম শিক্ষাই দেয় না, আদর্শ মানুষ তৈরি করে দক্ষ জনশক্তি তৈরি করারও শিক্ষা দেয়।
সোমবার চট্টগ্রামের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স 'ইসলামিক ইউনিভার্সিটিস অ্যান্ড কনটেমপোরারি চ্যালেঞ্জেস' (আইসিআইইউসিসি-২০২৪) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং মিসরের কায়রোর ইসলামিক ইউনিভার্সিটিস লীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন- অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- সৌদি আরবের ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অরগানাইজেশনের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. আবদুলস্নাহ বিন আবদুল আজিজ আল-মুসলিহ এবং সভাপতিত্ব করেন- আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সংবাদ বিজ্ঞপ্তি