বাউয়েট ক্যাম্পাসে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় বিতর্কের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
প্রধান অতিথি বলেন, 'এই বিতর্ক কর্মশালার মধ্যেমে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে, কারণ বিতর্কের মাধ্যমে মেধার বিকাশ ঘটে। এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে।'
এ সময় উপস্থিত ছিলেন- বাউয়েটে ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, আইন অনুষদের ডিন, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং ডিবেটিং সোসাইটির সহকারী উপদেষ্টা, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফা সুলতানা।
রাজশাহী ডিবেট ফোরামের সাবেক সভাপতি এবং রেডিও বড়াল ৯৯.০ এফএম এর চিফ কো-অর্ডিনেটর এবং স্টেশন ইনচার্জ খন্দকার মোনাসিব ফয়সাল প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় শিক্ষার্থীরা সংসদীয় বিতর্কের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানতে পারে। এ সময় একটি প্রীতি বিতর্কও আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হৃদিতা রাজ্জাকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপদেষ্টা ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, সভাপতি সাদমান আহমেদ তূর্য এবং সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা মিম। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষককে ক্রেস্ট এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তি