ঢাবির রাজু ভাস্কর্যের
নারীর মাথায় হঠাৎ
কালো হিজাব
ম যাযাদি রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথা ঢেকে দেওয়া হয়েছিল কালো হিজাব দিয়ে। রোববার রাতে এমনটি দেখা যায়। পরবর্তী সময় কয়েকজন সেই কাপড় নামিয়ে ফেলেন।
তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। এমনকি কখন এই কালো কাপড় হিজাবের মতো করে মোড়ানো হলো, সে বিষয়েও কেউ সুস্পষ্ট কিছু বলতে পারেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী রোববার দিবাগত রাত ১২টার দিকে আরও কয়েকজনসহ কাপড় নামিয়ে ফেলেন। লিটন নন্দী সোমবার বলেন, 'আশপাশের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনা বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের যেন শনাক্ত করা হবে।'
এ ঘটনা জানার পর রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ দুজন সহকারী প্রক্টরকে ঘটনা দেখার জন্য পাঠান। সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম রাত ১টার দিকে রাজু ভাস্কর্য এলাকা পরিদর্শনে আসেন।
ঘটনা পর্যবেক্ষণের বিষয়ে সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'আমরা রাজু ভাস্কর্যে গিয়ে দেখি, কাপড় নামিয়ে ফেলা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখন পর্যন্ত এটি আমরা জানতে পারিনি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে।'
প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, 'আমরা একটা তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন এজেন্সি থেকে ভিডিও ফুটেজ নিয়ে এটি তদন্ত করব। এখানে এসব করা যাবে না।'
তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক
নিয়োগ বাতিল
ম যাযাদি ডেস্ক
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিনজন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। বাংলাদেশের এই দূতাবাসগুলো হলো মস্কো, ওয়াশিংটন ডিসি ও আবুধাবি।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে তারা হলেন মস্কোতে কামরুল হাসান, ওয়াশিংটন ডিসিতে মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে মো. আবু জাফর।
প্রজ্ঞাপনে বলা হয়, ওই কর্মকর্তাদের সঙ্গে সরকারের চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
কক্সবাজার সৈকতে
জেটস্কি দুর্ঘটনায়
পর্যটকের মৃতু্য
ম কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে জেটস্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃতু্য হয়েছে। ঘটনার পর পরই জেটস্কি চালক পালিয়ে যায়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক মোহাম্মদ আল মামুন হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার নুরুল আলম হাওলাদারের ছেলে। তবে তিনি চট্টগ্রাম শহরের বায়েজীদ এলাকায় বসবাস করতেন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের কর্মী সাইফুলস্নাহ সিফাত বলেন, 'সমুদ্রে এক পর্যটক জেটস্কিতে চড়ে ঘেরাঘুরি সময় পানিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে লাইফগার্ড কর্মীরা অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সমুদ্র সৈকতে বেপরোয়াভাবে জেটস্কি চালাচ্ছিলেন ওই চালক। এসময় ঢেউয়ের সঙ্গে পালস্না দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, 'সাগরে জেটস্কি থেকে পানিতে পড়ে পর্যটকের মৃতু্য হয়েছে। তার মরদেহ সদর হাসপাতালে রয়েছে।'