বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন (বিসিওএফ) নামক একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১৯ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম ভবনের লেভেল ১০-এ সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এর আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত নির্বাহী প্রধানসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অবসরপ্রাপ্ত ও চাকরিরত কর্মকর্তারা বিসিওএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন, 'এই ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে তাদের উজ্জীবিতকরণের মধ্য দিয়ে সুনাগরিকের গুণাবলী অর্জনে কাজ করবে।' সংবাদ বিজ্ঞপ্তি