শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে অহিংস আন্দোলনের মাধ্যমে 'বিশ্ব শান্তি প্রতিষ্ঠা' শীর্ষক সেমিনার

  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে অহিংস আন্দোলনের মাধ্যমে 'বিশ্ব শান্তি প্রতিষ্ঠা' শীর্ষক সেমিনার

শিশুরা ও তাদের ঘরবাড়ি এমনকি স্কুলও আজ নিরাপদ নয় মানুষের হাতে। হসপিটাল, অ্যাম্বুলেন্স, এমনকি ত্রাণরত মানুষের ওপরও নির্বিচার বোমাবর্ষণ হচ্ছে। পক্ষান্তরে, শান্তি সম্মেলন, মানবাধিকার নিয়ে সেমিনার সিম্পোজিয়ামসহ বিশ্ব শান্তি অন্বেষণে মরিয়া পশ্চিমাসহ বিভিন্ন সংগঠন-কর্মকর্তারা। উন্নত বিশ্বসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন সভায় শিশু ও মানবাধিকার তথা বিশ্ব শান্তি বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে পরোক্ষণেই সভা ত্যাগ করে বিভিন্ন ছুতায় নিরস্ত্র মানুষের ওপর বোম্বিং, যুদ্ধ অব্যাহত রাখতে বলছে এবং দেদারছে চলছে অস্ত্র বিক্রির রমরমা ব্যবসাও। ২০ অক্টোবর সকালে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'এস্টাবলেসিং অব ওয়ার্ল্ড পিস থ্রো নন ভায়োলেন্ট মুভমেন্ট' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন উপস্থিত অতিথিরা।

হিউম্যানিস্ট সোসাইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির ভাষণে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, 'শান্তি ও মানবাধিকারের মায়া কান্নায় বিশ্বকে যারা হাতের মুঠোয় রাখতে চায়, এখনো তাদের রুখতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। অভাব শুধু আমাদের নিরংকুশ ঐক্যের, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি'র। আমি নয়, আমরা নির্মল ও সুন্দর পৃথিবীতে একসঙ্গে ভালো থাকার প্রত্যয়ে নিরেট ভালোবাসা নিয়ে মানুষের জন্য, নিজের জন্য সোচ্চার হওয়ার সময় এখনই।'

অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ফরমার চিফ এডুকেশন কমিশনার জাস্টিস মোহাম্মদ আব্দুর রৌফ এবং প্রিন্সিপাল স্পিকার অব দ্য ইন্টারন্যাশনাল সেমিনার হিসেবে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড কোঅর্ডিনেটর অব দ্য থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন ভায়োলেন্স এবং সেক্রেটারি অব দ্য ওয়ার্ল্ড সামিট অব নোবেল পিস প্রাইজ লরিয়েটস্‌ রাফায়েল ডি রুবিয়া।

অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন- শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, গেস্নাবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, অথর অ্যান্ড হিউমেন রাইটস্‌ অ্যাকটিভিটিস ও থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড নন ভায়োলেন্স কোঅর্ডিনেটর- যোসে অ্যান্তোনিও, ইউনিভার্সিটি অব এনএসডবিস্নউ ও ইউনিভার্সিটি অব সিডনি সেন্ট্রাল কুইন্সল্যান্ডের প্রফেসর ডেকলার হাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবুল হাসান এম. সাদেক, ড্যাফোডিল পরিবারের গ্রম্নপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (এইএনবি) সম্পাদক ফরিদ হোসাইন, ঢাকা চিলড্রেন হসপিটালের পেডিয়েট্রিশিয়ান প্রফেসর ড. রিয়াজ মোবারক, ঢাকা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টের প্রফেসর তৌহিদুল ইসলাম, লিরিক পোয়েট অ্যান্ড জার্নালিস্ট শহিদুলস্নাহ্‌ ফরাইজি ও দ্য নজরুল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশনিস্ট প্রফেসর ড. শহীদ মনজু। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে