ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান
দীর্ঘ ১১ দিনের ছুটি কাটিয়ে খুলেছে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। রোববার থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্ণীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে
সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা
১১ দিন ছুটি ছিল স্কুল-কলেজ।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ অক্টোবর থেকে। এ ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে রোববার থেকে। এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্ণীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর।
গৃহপরিচারিকা নির্যাতন অভিযুক্ত জিনাত এক দিনের রিমান্ডে
ম যাযাদি রিপোর্ট
কিশোরী গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার জিনাত জাহান আদরকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফনান সুমি এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সি কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। গুরুতর জখমের শিকার কল্পনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতনের শিকার কিশোরী কল্পনা গণমাধ্যমকে বলেন, 'আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারাদিনে মাত্র একবেলা খাবার দেয়। সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয় না।'
আহত কল্পনার শরীরের বিভিন্ন জায়গা গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং দাঁত উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়া চুল স্টেইট করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের নানা অংশ।
চসিক মেয়র হিসেবে
ডা. শাহাদাতের শপথ
আগামী সপ্তাহে
ম চট্টগ্রাম বু্যরো
স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ। এ কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ এ সপ্তাহে হচ্ছে না। আগামী সপ্তাহে তার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে আইনের সকল বাধা অতিক্রমের পর বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দলের সাবেক নগর আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের এ সপ্তাহে শপথ হওয়ার সম্ভাবনা ছিল।
ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, 'স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ। এ কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ এ সপ্তাহে হচ্ছে না। আগামী সপ্তাহে তার শপথ অনুষ্ঠিত হবে।'
প্রসঙ্গত, মেয়রদের অপসারণ করে গত ১৯ আগস্ট যে প্রজ্ঞাপন জারি হয়েছিল তা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ১৭ অক্টোবর সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই ডা. শাহাদাত হোসেনের।