এইউবিতে ওরিয়েন্টেশন ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ বিজ্ঞপ্তি
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফল সেমিস্টার ২০২৪ এর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গতকাল এইউবি'র আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সিরোমনি ও কালচারাল ফেস্ট এর আয়োজন করা হয়। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মালয়েশিয়া আইআইইউএম এর গোল্ড মেডালিস্ট বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ জাফার সাদেক। বিশেষ অতিথি ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।
ওরিয়েন্টেশন সিরোমনিতে আরো বক্তব্য রাখেন প্রক্টর এম এ মতিন, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া প্রমুখ। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন এইউবি রেজিস্ট্রার এমএ মোতালিব চৌধুরী।
ওরিয়েন্টেশনের দ্বিতীয় অধিবেশনে এইউবি শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে মাতিয়ে রাখে নতুন পুরাতন শিক্ষার্থী এবং অতিথিদের। সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী জায়েন আবেদীন। অভিনেতা বদিউর রহমান সোহেল ও তার দল দর্শকদের মাতিয়ে রাখেন।
এছাড়াও ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন সকল অনুষদেন ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক, জহিরুল ইসলাম জুয়েল। সংবাদ বিজ্ঞপ্তি