বিএনপি নেতা অসীমের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি ভুক্তভোগীর
প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
অবৈধভাবে জমি দখল ও জোরপূর্বক বাড়ি দখল সম্পর্কে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে জমির প্রকৃত মালিকরা এ দাবি করেন। জমির মালিক জাকেরা ইসলাম, নাসরীন সুলতানা, নাহিদ ইসলাম মনিকা, আবিদা ইসলাম, সরফুদ্দিন সোহাগ এবং তাবাসসুম ফেরদৌস শাওন সম্মেলনে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম মনিকা বলেন, 'শুক্রবার পারভীন নামে এক নারী সংবাদ সম্মেলনে কোনো বিশেষ ব্যক্তির প্ররোচনায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অথচ আমি বা আমার পরিবারের কেউ এ বিষয়ে ব্যারিস্টার অসীমের শরণাপন্ন হইনি এবং আমার জানামতে তিনি এ বিষয়ে কিছুই জানেন না।'