চৌদ্দগ্রামে মোবাইল টাওয়ারের নিরাপত্তা কর্মীকে হত্যা
প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে। শনিবার ভোররাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড মধ্যম ফাল্গুনকরায় অবস্থিত রবি অজিয়াটা টাওয়ারে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবুল হাসেম (৬৫)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের দেওয়া নিরাপত্তা কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। এরই সুবাদে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি চৌদ্দগ্রামের ঠিকানায় জাতীয় পরিচয়পত্রও পেয়েছেন।
ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, আবুল হাসান ছাড়াও হাফেজ সফি উলস্না সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন
করেন। সফিউলস্নাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।
সরেজমিন দেখা গেছে, নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা ছিল। নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। শনিবার সকালে ঘটনাস্থলে রবি কোম্পানির ব্যাটারির স্তূপ দেখা যায়। স্থানীয়দের অনেকেরই ধারণা- ব্যাটারি চুরি করতে গিয়েই সংঘবদ্ধ চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করেছেন চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, 'সিকিউরিটি গার্ড আবুল হাশেমকে শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের ধরার চেষ্টা করছি।'