বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আবদুল মালেক বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব ওয়ালিউর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। মুফতি আবদুল মালেক কুমিলস্নার লাকসাম উপজেলার মনোহরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন 'পন্ডিত' ব্যক্তি।