শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সাভারে সেপটিক

ট্যাংকে নেমে প্রাণ

গেল ২ শ্রমিকের

ম যাযাদি ডেস্ক

ঢাকার সাভারের হেমায়েতপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃতু্য হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃতু্য হয়।

নিহতরা হলেন- সাভারের হেমায়েতপুরের ঝাউচড়ের দক্ষিণ মেইটকা গ্রামের মো. আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)। তারা পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে অপর একজন শ্রমিক সেপটিক ট্যাংকে নেমে যায়। পরবর্তী সময়ে দুজনেরই কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পরিতোষ বলেন, খবর পেয়ে অচেতন অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, দুজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদপুরে বাজার

কমিটির দ্বন্দ্বে দুই

ভাইকে গুলি

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুজনকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিয়া মসজিদ এলাকার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান। আহতরা হলেন- আবুল হোসেন ও তার ভাই মাহবুব হোসেন। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি ইফতেখার হাসান বলেন, 'আবুল হোসেন শিয়া মসজিদ কাঁচা বাজার কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। সরকার বদলের প্রেক্ষাপটে মার্কেটের কমিটি নিয়ে তার সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব জেরে গুলির ঘটনা ঘটে।' হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ধামরাইয়ে সিএনজি

পাম্পে গ্যাস সিলিন্ডার

বিস্ফোরণে নিহত ১

ম ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন নামের একজন নিহত হন। আহত হয়েছে আরও একজন। শুক্রবার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন অ্যান্ড এন সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি নিজেই ওই মাইক্রোবাসের মালিক ও চালক।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি নিজের মালিকানাধীন মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এন অ্যান্ড এন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে