উত্তাল কুয়াকাটা সৈকতে মেতেছেন পর্যটকরা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে ওঠা বঙ্গোপসাগরের কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে শুক্রবার মেতে উঠতে দেখা যায় পর্যটকদের -ফোকাস বাংলা
কুয়াকাটা সমুদ্র সৈকত দুদিন ধরে উত্তাল রয়েছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশপাশের দোকানপাট, পুলিশ বক্স ও ভাসমান ব্যবসায়ীরা। তবে উত্তাল সৈকতে মেতেছেন পর্যটকরা। তাদের নিরাপদে থাকতে নির্দেশ দিচ্ছে টুরিস্ট পুলিশ। শুক্রবার সকালে সৈকতের জিরো পয়েন্ট, ফিশফ্রাই পট্টি, ঝাউবনসহ বিভিন্ন স্থানে জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আশপাশের এলাকায় আছড়ে পড়তে দেখা যায়। সিলেট থেকে আসা পর্যটক রবিন বিশ্বাস বলেন, 'এর আগে কুয়াকাটাতে বেশ কয়েকবার এসেছি। তবে এত পরিমাণ ঢেউ দেখেছি যে, সৈকতে নামতে অনেক ভয় লাগছে। তারপরও অনেক আনন্দ পাচ্ছি। কারণ এত বড় ঢেউ এর আগে কখনো দেখিনি।' আব্দুর রহমান নামে আরেক পর্যটক বলেন, 'আজ সমুদ্রের ভিন্নরূপ দেখছি। তবে ইনজয় করছি। ঢেউয়ের তোড়ে গোসল করতে করতে ক্লান্ত। তবে পুলিশ বারবার মাইকিং করে সতর্ক করছে।' এদিকে উত্তাল ঢেউয়ে পর্যটকরা মাতলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। মো. শপন নামে একজন বলেন, 'পানি বাড়ার কারণে বৃহস্পতিবার থেকে দোকান বন্ধ করে রেখেছি। পানি দোকানের ওপর আছড়ে পড়ছে। অনেক মালামাল সরিয়ে নিয়েছি।' পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, সমুদ্রে কোনো প্রকার সতর্কতা সংকেত নেই। তবে পূর্ণিমার জোয়ারে পানি বাড়ছে। দু-একদিন পর এটা কমে যাবে। টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, পর্যটকদের আগমন উপলক্ষে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।