শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
সেনার্-যাবের পোশাকে ডাকাতি

অডিট কর্মকর্তা রিমান্ডে

যাযাদি রিপোর্ট
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
অডিট কর্মকর্তা রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ওর্ যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র অডিট অফিসার আলমগীর হোসেনের (৩৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়

উলেস্নখ্য, গত ১২ অক্টোবর গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ওর্ যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে