শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পানির সংকটে হুমকিতে বিশ্ব খাদ্য উৎপাদন

যাযাদি ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
পানির সংকটে হুমকিতে বিশ্ব খাদ্য উৎপাদন

পানি সংকট নিরসনে নিষ্ক্রিয়তা ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদনকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার গেস্নাবাল কমিশন অন দ্য ইকোনমিকস অব ওয়াটারের (জিসিইডবিস্নউ) একটি প্রতিবেদন প্রকাশ পায়। ওই প্রতিবেদনে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, 'প্রায় তিনশ' কোটি মানুষ এবং বিশ্বের অর্ধেকের বেশি খাদ্য উৎপাদন এখন এমন এলাকায়, যেখানে পানির মোট মজুত কমছে বলে ধারণা করা হয়েছে।'

ওই প্রতিবেদনে পানি সংকটের কারণে ২০৫০ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) গড়ে ৮ শতাংশ এবং নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি ১৫ শতাংশের বেশি কমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

'জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এবং তাপমাত্রার ক্রমবৃদ্ধির সম্মিলিত প্রভাব, সেই সঙ্গে পানির মোট মজুত হ্রাস এবং বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবের' ফলে অর্থনৈতিক পতন ঘটতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে