চসিক মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই শাহাদাতের
\হচট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র হিসেবে শপথ নিতে ডা. শাহাদাত হোসেনের বাধা কেটেছে। সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপন থেকে 'চট্টগ্রাম' বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের ফলে মেয়র হিসেবে শপথ নিতে ডা. শাহাদাত হোসেনের আর কোনো আইনি বাধা রইল না।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিন ওই সংশোধিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনে অংশ বিলুপ্ত বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী রবি অথবা সোমবার নাগাদ মেয়র হিসেবে শপথ নিতে পারেন ডা. শাহাদাত হোসেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফ-উল হক চৌধুরী মারুফ বলেন, 'মেয়রদের অপসারণ করে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল তা সংশোধন করা হয়েছে। ফলে মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই। আমরা প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আশা করছি রবি বা সোমবার নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে।
জেনেভা ক্যাম্পে ফের গুলি, ১ জন নিহত
\হযাযাদি রিপোর্ট
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে মধ্যবয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে দুই পক্ষের মধ্যে মারামারির সময় নিহত শাহনেওয়াজ (৩৮) ক্যাম্পের ৮ নম্বর বস্নকের প্রয়াত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
নিহতের বোন নাসরিন বলেন, রাতে ক্যাম্পে দুপক্ষের মধ্যে মারামারি বাধলে গুলির ঘটনা ঘটে। এতে শাহনেওয়াজ গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
\হজেনিভা ক্যাম্পে মাদক কারবারের কর্তৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরে কয়েকটি পক্ষের সংঘাত চলছে। গত দুই মাসে সেখানে সংঘর্ষে অন্তত তিনজনের নিহত হওয়ার খবর এসেছে।
স্থানীয়রা বলছেন, রোজই সেখানে বিবদমান মাদক কারবারি কিংবা আধিপত্য ধরে রাখার চেষ্টায় জড়িতদের কেউ না কেউ হামলার শিকার হচ্ছেন। লাঠিসোঁটা হাতে মিছিল, পাল্টাপাল্টি ধাওয়া, মারধর-গোলাগুলি নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
টঙ্গীতে গণপিটুনিতে কিশোর নিহত ম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃতু্য হয়।
এর আগে সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়। নিহত ওই কিশোরের নাম ছাব্বির হোসেন (১৮)। সে টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা যুবকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই কিছুক্ষণ পর ওই এলাকা থেকে স্থানীয়রা জাকির ও তার সঙ্গে থাকা অজ্ঞাত যুবককে ছিনতাই করার অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত দেড়টার দিকে ওই এলাকার লোকজন আহতাবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃতু্য হয়।
এ সময় জাকিরের সঙ্গে থাকা অজ্ঞাত যুবককে কেউ হাসপাতালে দেখতে পায়নি। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠালে পুলিশ বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।