আদর্শ ইসলামী মিশন এতিমখানায় নবাগত সমাজসেবা কর্মকর্তাকে সংবর্ধনা
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
সম্প্রতি ৩/১৪ বস্নক জি, লালমাটিয়া, মোহাম্মদপুর ঢাকাস্থ আদর্শ ইসলামী মিশন এতিমখানার উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মোহাম্মদপুর ৬ নম্বর প্রজেক্টের নবাগত কর্মকর্তা মো. শিবলী জামানকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় দোয়া করেন- চার তরিকার মুরশিদ আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সৈয়দ সিরাজ-উদ-দৌলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কমপেস্নক্সের সেক্রেটারি নিখাত বিল্ডার্সের মালিক ড. এইচ এম রমজান পাশা। তিনি মেধাবী ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে পুরস্কার হিসাবে আর্থিক সাহায্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও এতিমখানার ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা কারি রওশন আরা নুরী। উপস্থাপনায় ছিলেন- সহকারী অধ্যাপক মাওলানা তোজাম্মেল হক ও মাওলানা মাহমুদুল হাসান মামুন।
অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা জৈনপুরী পীর সাহেব বলেন, ১৪ অক্টোবর থেকে এক মাসের মধ্যে যারা অত্র এতিমখানা মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে কামিল এমএ পর্যন্ত এবং নূরানী বিভাগে আবাসিক/অনাবাসিক ভর্তি হবে আমি তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা ও প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি করে দিব ইনশাআলস্নাহ।
সমাজ কল্যাণ অফিসার প্রধান অতিথির ভাষণে অত্র এতিমখানার শিক্ষর্থীদের শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথি ড. এইচ এম রমজান পাশা আবৃতিকারিদের পরিবেশনায় মুগ্ধ হয়ে ভবিষ্যতে সাপ্তাহিক ও মাসিক প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করবেন বলে ঘোষণা দেন। অবশেষে পীর সাহেব আখেরি মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি