শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রাজশাহী স্টেশনে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন

রাজশাহী সদর প্রতিনিধি
  ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০
বুধবার রাজশাহী রেলস্টেশনে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম -যাযাদি

বুধবার রাজশাহী স্টেশনে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন- বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। এ সময় স্টেশনে উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চলের এডিশনাল জিএম, সিসিএম, সিওপিএস, সিএমই, সিএসটিই, সিইই, সিইও, সিওএস, এডিশনাল সিই ও স্কাউটের একটি দলসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহাব্যবস্থাপক বলেন, 'রাজশাহী রেলস্টেশন পশ্চিমাঞ্চলের একটি মডেল স্টেশন।' স্টেশনটিকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন এবং যাত্রীরা যাতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নিদির্ষ্ট স্থানে ফেলেন, সে বিষয়ে যাত্রীদের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনের সময় ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী অভিযানে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে