মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
পাসের হার ১০০%

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

যাযাদি ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০
এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের পর মাইলস্টোন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস -যাযাদি

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৪ এর ফলাফলে অসাধারণ সাফল্য পেয়েছেন রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা। এ বছর কলেজটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ৩১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাসের হার ১০০ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০০০ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৪.৩৭%।

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৫০১ জন ছাত্রছাত্রী। পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৯৫২ জন। এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ৭৮.০৪%। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮১ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেন, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২৫ জন ছাত্রছাত্রী, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।

ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার বিষয়ে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, 'প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের প্রকৃত দাবিদার। মাইলস্টোন কলেজ প্রশাসনের সঠিক তদারকি, শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় প্রতিবছর ছাত্রছাত্রীরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারছে।'

তিনি বলেন, 'আমরা ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক।'

উত্তীর্ণ সব ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে