মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

দুদক সংস্কারের

বিষয়ে পরামর্শ

চেয়েছে কমিশন

ম যাযাদি ডেস্ক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ চেয়েছে দুদক সংস্কার কমিশন। সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুদক সংস্কার কমিশনের

প্রধান ইফতেখারুজ্জামান। তিনি টিআইবির

নির্বাহী পরিচালক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে অন্তর্র্বর্তী সরকার গঠিত দুদক সংস্কার কমিশন আগ্রহী সবার অভিজ্ঞতালব্ধ সুনির্দিষ্ট পরামর্শ জানতে আগ্রহী।

দুদক সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দুদক সংস্কার কমিশনকে ই-মেইলের মাধ্যমে ৩০ অক্টোবরের মধ্যে জানাতে সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। পরামর্শ পাঠানোর ই-মেইল ঠিকানা:ধপপ.ৎপ২০২৪@মসধরষ.পড়স

পূজামন্ডপে ছিনতাইর

ঘটনায় ৩ আসামি

কারাগারে

ম যাযাদি ডেস্ক

রাজধানীর তাঁতীবাজারে পূজামন্ডপে ছিনতাই মামলায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

একদিনের রিমান্ড শেষে সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামন্ডপের কাছে এক নারীর গলা থেকে চেন ছিনতাই হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। আসামিদের আটক করে পুলিশ সদস্যরা। তাদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদী হয়ে মামলা করেন।

রাজধানীতে ট্রাফিক

আইন লঙ্ঘনে ৭৯৯

মামলা, জরিমানা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ৭৯৯টি মামলা হয়েছে। পাশাপাশি ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, 'রোববার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।'

তিনি জানান, 'ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে রোববার ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৫৩টি গাড়ি ডাম্পিং এবং ২৯টি গাড়ি রেকার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে