নাফনদী দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
\হ
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি নৌকায় শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই নৌকায় ১৯ শিশু, ১১ নারী ও ৮ জন পুরুষ ছিলেন।
শনিবার রাত ৯টায় নাফ নদীর টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সীমান্ত পয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, শনিবার রাতে নাফ নদীর কেরুনতলি পয়েন্টে একটি নৌকায় কিছুসংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখেন বিজিবি সদস্যরা। পরে তাদের বহনকারী নৌকাটিকে বাধা প্রদান করা হয়। বাধার মুখে রোহিঙ্গারা স্বদেশে ফেরত যেতে বাধ্য হন। এতে রোহিঙ্গাদের নৌকাটি শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।
তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল লড়াই চলছে। কোনো কোনো এলাকায় বসতঘরগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে নাফ নদীর তীরে এসে আশ্রয় নেন। পরে মিয়ানমারের দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন। এদিকে বাংলাদেশের দালাল দলের সহায়তায় টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি শুনেছেন। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের আটক করে নাফ নদী দিয়ে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।
মৌসুমি বায়ুর বিদায় সাগরে লঘুচাপের আভাস
\হযাযাদি ডেস্ক
চট্টগ্রাম ছাড়া দেশের অন্য সব অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রোববার বলেন, আশ্বিনের শেষ ভাগে এসে আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, 'দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। এটা ভারত হয়ে অতিক্রম করতে পারে।'
অধিদপ্তরের সকাল ১০টার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অবশিষ্টাংশও বিদায় হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া দেশের অন্য অঞ্চলগুলোয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। এ ছাড়া নারায়ণগঞ্জে ২২ এবং খুলনা বিভাগের কুমারখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি
সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল
উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।