বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে বরাদ্দও বেশি স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজদিখান ও শ্রীনগর প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে বরাদ্দও বেশি স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর ভালোভাবে দুর্গাপূজা উদযাপন হচ্ছে উলেস্নখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা দেওয়া হয়েছে।'

শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগরে বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'মন্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিতের জন্য সেনাবাহিনী,র্ যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।'

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া সর্বজনীন পূজামন্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ী এবং সন্তোষপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সিরাজদিখান থানা ওসি মো. হাফিজুর রহমান খন্দকার সুমন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধিরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে