সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫৮ ম যাযাদি ডেস্ক মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে বাংলাদেশিসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সেলাঙ্গর রাজ্যের ক্লাং উপত্যকার জালান কেমের পরিত্যক্ত দোকানঘর এলাকায় একটি বিদেশি পতিতাবৃত্তির আড্ডাখানায় অভিযান চালানো হয়, যেখানে দুই বছরেরও বেশি সময় ধরে অনৈতিক কর্মকান্ড (পতিতাবৃত্তি) চলে আসছিল। ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, দুই ঘণ্টার অভিযানে মোট ৬০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে ৫৮ জনকে অভিবাসন আইনের অধীনে অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৬০ বছর। তবে অভিযানে কতজন বাংলাদেশি গ্রেপ্তার তা উলেস্নখ করা হয়নি। জাফরি এমবোক ত্বহা আরও বলেন, জনসাধারণের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা টিমের প্রায় দুই থেকে তিন মাস কড়া নজরদারি পর অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জোহরের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান জাফরি এমবোক ত্বহা। এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় যুবক নিহত ম যাযাদি ডেস্ক রাজধানীর এলিফ্যান্ট রোডে বৃহস্পতিবার রাত ১২টায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ফুয়াদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম বিলস্নাল মৃধা। নিহতের আত্মীয় মাসুম মিয়া জানান, আড়াই বছর বয়সি এক ছেলে ও স্ত্রী নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকেন ফুয়াদ। মোহাম্মদপুরে আল নূর চক্ষু হাসপাতালের গাড়িচালক তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিউটি শেষ করে নিজের মোটর সাইকেল নিয়ে অফিস থেকে বাসার উদ্দেশে রওনা হন। পথে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের মাল্টিপস্ন্যান মার্কেটের সামনে রাস্তায় একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়লে ওই ট্রাকের নিচেই পিষ্ট হন ফুয়াদ। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে তার মৃতু্য হয়। ঢামেকের বাগান গেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ম যাযাদি ডেস্ক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেলের আনসার সদস্য ইলিয়াস বলেন, মেডিকেলের বাগান গেটের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।