বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চুরি ধরার জেরে ছুরিকাঘাত, প্রাণ গেল নৈশপ্রহরীর

যাযাদি রিপোর্ট
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
চুরি ধরার জেরে ছুরিকাঘাত, প্রাণ গেল নৈশপ্রহরীর

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকায় ছুরিকাঘাতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই ছুরিকাঘাতের ঘণ্টাখানেকের মধ্যে ৩৫ বছর বয়সি রবিউল ইসলাম মারা যান। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রামে। তিনি ঢাকা উদ্যানের সি বস্নকে পরিবার নিয়ে থাকতেন।

স্থানীয়রা বলছেন, আগের রাতে রড চুরি করতে আসা এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছিলেন রবিউল। পরের রাতে ওই ব্যক্তি সহযোগীদের নিয়ে এসে রবিউলকে ছুরিকাঘাতে হত্যা করেন।

ঢাকা উদ্যানের নিরাপত্তা সুপারভাইজার আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডে রবিউলকে ছুরি মারে স্থানীয় সুজন ওরফে ডিপজলসহ কয়েকজন। গুরুতর অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুপারভাইজার হান্নান বলেন, নৈশপ্রহরী হিসেবে তিন বছর ধরে ঢাকা উদ্যানে চাকরি করছিলেন রবিউল। রাতে তিনিসহ কয়েকজন হেঁটে হেঁটে এলাকা পাহারা দেন। বুধবার গভীর রাতে অভিযুক্ত সুজন ওরফে ডিপজল একটি নির্মানাধীন ভবন থেকে রড চুরি করে পালানোর সময় তাকে ধরে ফেলেন রবিউল। পরে সুজনের চুরি করা রডগুলো রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে রবিউল ৩ নম্বর সড়কে ডিউটিতে থাকা অবস্থায় তার ওপর চড়াও হয় সুজন ও দুই-তিনজন সহযোগী। একপর্যায়ে রবিউলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সুজন। পরে লোকজন উদ্ধার করে রবিউলকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক জানান, সহকর্মীরা রবিউলকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরিকাঘাত রয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান শুক্রবার দুপুরে জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে