নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি :মন্ডপে গিয়ে সেনাপ্রধান

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে রমনা কালীমন্দির পরিদর্শন করেন -আইএসপিআর
শারদীয়া দুর্গাপূজার মহাঅষ্টমীতে ঢাকার রমনা কালী মন্দির পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছার পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রম্নতি দেন। শুক্রবার বিকালে মন্দির পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে সেনাপ্রধান বলেন, 'আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।' এতদিন 'খুব ভালোভাবেই' চলেছে মন্তব্য করে তিনি আরও বলেন, 'বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।' পূজার শুভেচ্ছা জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, 'শুধু এখানেই নয়, সারাদেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছা। শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।' মন্দিরটিতে তিন বাহিনী প্রধান পৌঁছালে তাদেরকে অভ্যর্থনা জানান কালী মন্দির পূজামন্ডপ উদযাপন কমিটির নেতারা।