বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি রিপোর্ট
  ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

স্ত্রী-ছেলেমেয়েসহ সাবেক

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে

দুদকের মামলা

ম যাযাদি রিপোর্ট

ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মামলা করা হয়েছে কামালের এপিএস মনির হোসেনের নামেও। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় এসব মামলা করেন সংস্থাটির কর্মকর্তারা। পাঁচ মামলায়ই আসামি আসাদুজ্জামান খান। এসব মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামাল ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২১ আগস্ট কামালের পরিবার এবং তার সাবেক পিএস হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোলস্না ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ আটজনের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করে দুদক।

ডেঙ্গুতে এক দিনে ৩

জনের মৃতু্য, শনাক্ত

১০৩৩ জন

ম যাযাদি ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩ জনের মৃতু্যর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে এ বছর মৃতু্য বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে। আর এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৩৩ জন রোগী। নতুনদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮২২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪১ জন, ঢাকা বিভাগে ১৯৪ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৩১ জন, খুলনায় ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে যে তিনজনের মৃতু্য হয়েছে তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে