বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৬ কারখানা

গাজীপুর প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৬ কারখানা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার সকালে যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানা ও কালিয়াকৈরের তেলিচালা এলাকার পূর্বাণী গ্রম্নপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এদিন ছয়টি কারখানা বন্ধ আছে।

বুধবার সকালে কালিয়াকৈরের পূর্বাণী কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আর যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার শ্রমিকেরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।

পুলিশ ও শ্রমিকরা জানান, কোনাবাড়ী এলাকায় যমুনা গ্রম্নপের যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার শ্রমিকরা সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সকাল ৯টায় তারা কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, 'আশপাশের কারখানাগুলোতে শ্রমিকদের বেতন বাড়ানো হলেও কারখানা কর্তৃপক্ষ আমাদের হাজিরা বোনাস, বেতন বৃদ্ধি করেনি এবং বাৎসরিক ছুটির (অর্জিত) টাকা পরিশোধের বিষয়ে কিছুই জানায়নি। আমাদের দাবি মেনে না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।'

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, 'যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে তাদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।'

অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় পূর্বাণী গ্রম্নপের করিম টেক্সটাইলের শ্রমিকরা টিফিন বিল, বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা, হাজিরা বোনাস বৃদ্ধিসহ ২৬ দফা দাবিতে মঙ্গলবার কারখানা অভ্যন্তরে সামনে বিক্ষোভ করেন। ওইদিন তাদের দাবি মেনে না নেওয়ায় বুধবার সকাল থেকে তারা ফের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পূর্বে থেকেই ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়কে উঠতে দেয়নি। পরে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে বসে শ্রমিকদের দাবির বিষয়গুলো নিয়ে সমাধানের জন্য আলোচনা করছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, 'গত দুই দিন যাবৎ পূর্বাণী গ্রম্নপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সেনাবাহিনী, শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে। এদিন মহানগরীর ছয়টি কারখানা বন্ধ আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে