এ মাসেই চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন
প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনটি শিগগিরই চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এটি চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই চালুর চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল রউফ একথা নিশ্চিত করেন।
তিনি বলেন, 'বর্তমান সরকারের মানুষের প্রতি যে প্রতিশ্রম্নতি, দ্রম্নত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের স্টেশনগুলো চালু করা, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কাজীপাড়া সীমিত পরিসরে চালু করেছি। তা যাত্রীদের বেশ উপকারে আসছে। মিরপুর ১০ নম্বর স্টেশনের কাজও প্রায় শেষের দিকে। আগামী ১০ অক্টোবর আমরা প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু করব। তারপর তা উপদেষ্টাদের নজরে দেব। চেষ্টা আছে এই অক্টোবরেই এটি চালু করার।'
উলেস্নখ্য, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'কমপিস্নট শাটডাউন' কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার স্বার্থে ওইদিন বিকাল সাড়ে ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে ভাঙচুরের শিকার হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন।