সাংবাদিকদের বিরুদ্ধে 'হয়রানিমূলক মামলা' পর্যবেক্ষণে কমিটি

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি 'হয়রানিমূলক মামলা' হওয়ার কথা তুলে ধরে সেগুলো পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মামলাগুলো পর্যবেক্ষণে আট সদস্যের একটি কমিটি করা হয়েছে, যেটির প্রধান থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার)। এ কমিটি মামলাগুলো পর্যবেক্ষণের পাশাপাশি সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে গুলি ও সহিংসতায় শত শত মানুষের মৃতু্য হয়েছে। এসব হত্যাকান্ডের 'সহযোগী ও উসকানিদাতা' হিসেবে সাংবাদিকদেরও হত্যা মামলায় আসামি করা হয়েছে। এরই মধ্যে অন্তত চারজন সাংবাদিক এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন; অনেকে আত্মগোপনে আছেন বা প্রকাশ্যে আসছেন না। হত্যাকান্ডের ঘটনায় সম্পৃক্ততা না থাকলেও অনেক সাংবাদিককে ঢালাওভাবে মামলার আসামি করার আলোচনা-সমালোচনার মধ্যে এ কমিটি গঠন করা হলো। তথ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, ''সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে 'গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি' গঠন করা হলো।" তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) কমিটির সভাপতি রাখা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ওই মন্ত্রণালয়ে যুগ্ম সচিবকে (প্রেস)। এ ছাড়া কমিটির সদস্য করা হয়েছে প্রধান তথ্য অফিসার, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব। আদেশে বলা হয়, এ কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে। সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে।