প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্য
এবার ঝালকাঠি সদর
উপজেলা চেয়ারম্যানের
সিএ বরখাস্ত
ম ঝালকাঠি প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পর এটি দ্বিতীয় ঘটনা।
জানা যায়, 'জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম' এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে বিরূপ মন্তব্য করেন উপজেলা পরিষদের (সিএ) এসএম মনিরুজ্জামান। মন্তব্যে মনির উলেস্নখ করেন, 'আগে জেলে যাবার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।'
বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে এলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর সোমবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা
দ্রম্নত তুলে নেওয়া
হবে :সুপ্রদীপ চাকমা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দ্রম্নত তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রম্নত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও দীঘিনালার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রম্নতিও দেন তিনি। আইনের শাসন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধও জানান তিনি।
তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ
ম যাযাদি ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ছাড়া তাপসের স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে হিসাব জব্দের নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
নির্দেশনায় বলা হয়েছে, ৩০ দিনের জন্য এসব হিসাব জব্দ করা হয়েছে। প্রয়োজনবোধে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভু্যত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার ফজলে নূর তাপসের হিসাব জব্দ করা হলো।