কোনো শঙ্কা নেই এবারের পূজা খুব ভালোভাবে হবে গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো.  জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও র?্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারের পূজা খুব ভালোভাবে হবে।' মঙ্গলবার সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  বাজার সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, 'চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় খুব শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দিবে।' সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে তিনি বলেন, 'এটি আপনাদের দায়িত্ব দেখার। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে, সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতাও বাড়াতে হবে।' কৃষি উপদেষ্টা বলেন, 'স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি। এখন জনসংখ্যা বেড়েছে। কিন্তু আবাদযোগ্য ভূমি বাড়েনি। মনে রাখতে হবে, দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ করে কৃষিক্ষেত্র। এটির উন্নতির জন্য কাজ করছে এই (কৃষি গবেষণা ইনস্টিটিউট) ইনস্টিটিউট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বন্যাকবলিত কৃষকদের মধ্যে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।' বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে কৃষি উপদেষ্টা প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন কৃষি উপদেষ্টা। অনুষ্ঠানের শুরুতে বারি'র মহাপরিচালক ড. মো. আব্দুলস্নাহ ইউছুফ আখন্দ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও শ্রমিকরা কৃষি উপদেষ্টার কাছে তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। উপদেষ্টা সবার বক্তব্য অত্যন্ত আগ্রহসহকারে শোনেন। উপদেষ্টা কৃষিতে বিজ্ঞানীদের অসামান্য অবদান স্বীকার করে ভবিষ্যতে আরও সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উলস্নাহ মিয়া উপস্থিত ছিলেন। তিনিও বিজ্ঞানীদের কাজের প্রশংসা করেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি সচিব ড. মো. এমদাদ উলস্নাহ মিয়া, বারি ডিজি ড. আব্দুলস্নাহ ইউসুফ আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরিফীন ও পুলিশ সুপার আবুল কালাম আজাদ।