বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

খুলনার ইয়াবা সম্রাট সজীব আটক

  ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
খুলনার ইয়াবা সম্রাট সজীব আটক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রূপসা ঘাটসংলগ্ন চাঁনমারী এলাকায় সোমবার বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁনমারী আবাসিক এলাকার কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী জুলেখা তথা আশিক গ্যাংয়ের অন্যতম সদস্য মাদক ও ইয়াবা সম্রাট মো. সজীব ইসলামকে (৩২) আটক করা হয়। এ সময় তার বাসা তলস্নাশি করে ১৬১৭ পিস ইয়াবা, গাঁজা, এক লাখ ছিয়াত্তর হাজার টাকা, ৩ রাউন্ড বস্নাঙ্ক কার্টিজ এমুনিশন, ২৩টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসিটিভি আইপি ক্যামেরা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার আরও ৪ সহযোগী মো. ফয়েজ রাব্বী, গানম্যান জিয়া গাজী, ইয়াকুব মোল্যা এবং মাদক পাচারকারী দলের মহিলা সদস্য মোছা. জামিলা বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।

এলাকাবাসী ভাষ্যমতে, জুলেখা তথা আশিক গ্যাং সশস্ত্র মহড়া, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে রূপসার চাঁনমারী ও তৎসংলগ্ন এলাকায় ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। যৌথবাহিনীর সমন্বিত অভিযানে খুলনা শহরে ত্রাস সৃষ্টিকারী অন্যতম দুর্র্ধর্ষ এই মাদক গ্যাংকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে। এ সময় তারা আসামিদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। সেই সঙ্গে নৌবাহিনীসহ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে