সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
উপদেষ্টা আসিফের
প্রথম মাসের বেতন
ত্রাণ তহবিলে
ম যাযাদি রিপোর্ট
অন্তর্র্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রথম মাসের বেতনের পুরোটা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫ হাজার টাকা স্থানান্তরের স্ক্রিনশট রোববার রাতে ফেসবুকে শেয়ার করে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আজ (রোববার) প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।'
বায়ুদূষণে বিশ্বের ১০০
শহরের মধ্যে ঢাকার
অবস্থান পঞ্চম
ম যাযাদি ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে সোমবার সকাল সোয়া আটটার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫২। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয় ও পাকিস্তানের লাহোর। দুই শহরের স্কোর যথাক্রমে ১৬৮ ও ১৫৯।
আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
ভারতে পালানোর সময়
সীমান্তে আটক সাবেক
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র
ম ঝিনাইদহ ও মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার রাত ১০টার দিকে সীমান্তের ভবনগর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে একজন নারী ও দুইজন পুরুষ ছিলেন।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, 'রাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল চলছিল। সে সময় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছেন- এমন তথ্য আসে। পরে শ্রীনাথপুর বিওপি সংলগ্ন শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে সীমান্ত পিলার ৬১-এর কাছে শূন্যরেখার প্রায় কাছাকাছি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।'
তিনি আরও জানান, নারায়ণ চন্দ্রকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে থাকা অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এটাও খোঁজ নেওয়া হচ্ছে।'