বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আওয়ামী লীগের রহমান, এনএসআইয়ের জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যাযাদি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
আওয়ামী লীগের রহমান, এনএসআইয়ের জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচু্যত আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি করে রোববার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন।

দুদকের উপপরিচালক আনোয়ারুল হক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দুটি আবেদন করেন বলে জানান দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন।

দুদকের পক্ষে আবেদন দুটি শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আর টি এম জোবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে চাকরি প্রদান, নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন, ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে লন্ডনে বাড়ি কেনাসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, আব্দুর রহমান এবং জোবায়ের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে