তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা
\হলংগদু (রাঙামাটি)
পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে কী কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি পুরোপুরি নিশ্চিত করা হয়নি। নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রাঙমাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিন পার্বত্য জেলার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
উত্তরায় ছুরিকাঘাতে
যুবক নিহত
ম যাযাদি ডেস্ক
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সোহান হোসেন সোহাগ (২৭)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। রোববার ভোরে ঘটনাটি ঘটে।সোহানের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তার বাবার নাম মো. কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদু্যৎকেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন বলেন, তার ভাই শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে তিনি গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে এলাকার হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে পরদিন সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আন্দোলনে গুলি :ঢাকায়
যুবলীগ নেতা গ্রেপ্তার
ম যাযাদি ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর অভিযোগে ধানমন্ডি থানার এক মামলায় ঢাকা উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. শাকিল হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার রাতে হাজারীবাগে শাকিলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বাসা থেকে রিভলবার, পিস্তলের গুলি, চাপাতি, ছুরি ও রামদা উদ্ধারের কথা বলেছে পুলিশ।
তালেবুর রহমান বলেন, 'সরকার পতনের আগের দিন ৪ আগস্ট সকালে ধানমন্ডি ২৭ নম্বর রোডে মীনা বাজারের সামনে ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে সাহেদ আলী নামে এক ব্যক্তিসহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধ সাহেদের ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় শাকিল হোসেন এজাহারভুক্ত আসামি।'
শাকিলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপকমিশনার তালেবুর।
১৯ জুলাই আবাহনী মাঠের কাছে আন্দোলনের মধ্যে গুলির ঘটনায় হাসনাইন আহমেদ নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনাতেও ধানমন্ডি থানার হত্যা মামলায় শাকিল আসামি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।