বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আশুলিয়ায় ৬৩ পোশাক শ্রমিক বরখাস্ত

গাজীপুরে চালু হয়েছে বেশির ভাগ কারখানা
যাযাদি ডেস্ক
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
আশুলিয়ায় ৬৩ পোশাক শ্রমিক বরখাস্ত

ঢাকার সাভারের আশুলিয়ায় ৬৩ জন শ্রমিককে বরখাস্ত করার পাশাপাশি একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার আশুলিয়ার জামগড়া এলাকার হামীদুল্যাহ ম্যানশনের 'ফ্যাশনইট কোম্পানি লিমিটেড' কারখানায় এই ঘটনা ঘটেছে। তবে গাজীপুরে বেশিরভাগ পোশাক কারখানা চালু হয়েছে। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

রোববার সকালে আশুলিয়ায় 'ফ্যাশনইট কোম্পানি লিমিটেড' এর শ্রমিকরা কারখানায় এসে দেয়ালে ছবিসহ ছাঁটাইয়ের নোটিশ টানানো দেখতে পান। পাশে আরেকটি নোটিশে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথাও উলেস্নখ করা হয়।

শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ১২শ' শ্রমিক রয়েছে। শনিবার রাতেও তারা কাজ করেছেন। তখনও কেউ বরখাস্তের বিষয়ে জানতো না। সকালে কারখানায় এসে তারা বরখাস্ত ও বন্ধের নোটিশ দেখতে পান।

ফ্যাশনইট কোম্পানির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল খালেক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ ২৬ ধারায় কিছু সংখ্যক শ্রকিকের চাকরি অবসান করা হয়েছে। ওই আইনে বর্ণিত হারে ক্ষতিপূরণ ও ভাতাদি সোমবার দুপুর আড়াইটা থেকে পরিশোধ করা শুরু হবে। তখন তাদের কোম্পানির আইডি কার্ড জমা দিতে হবে।

আরেকটি নোটিশে কারখানার সব শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান সহিংসতা, বেআইনি ধর্মঘট ও বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

শ্রমিকদের বেতন-ভাতাদি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে সোমবার পরিশোধ করা হবে বলেও নোটিশে উলেস্নখ করা হয়েছে।

কারখানার প্রশাসন ও মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু সংবাদমাধ্যমকে বলেন, '৬৩ জন শ্রমিককে ছাঁটাই করার তালিকা প্রকাশ করেছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কী কারণে ছাঁটাই করা হয়েছে তা নোটিশে বলা হয়নি।'

গাজীপুরে চালু হয়েছে

বেশির ভাগ কারখানা

এদিকে, গাজীপুরে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা চালু হয়েছে। রোববার সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। এ ছাড়া পুরো জেলায় সেনাবাহিনী ও বিজিবির টহলও ছিল। তবে শিল্প পুলিশ জানিয়েছে, জেলার ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেন, রোববার সকাল থেকেই গাজীপুরে বেশির ভাগ কারখানা খোলা। কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মহানগর পুলিশ কাজ করছে। বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন কারণে জেলার ৮টি কারখানা আজ (রোববার) বন্ধ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে